Hot Posts

6/recent/ticker-posts

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2023(duare sarkar laxmi bhandar) : কোনো আবেদন ফেরত নয়

 দুয়ারে সরকার(duare sarkar) ক্যাম্পে  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (laxmi bhandar) ফেরত নয় কোনো আবেদন

                                        

duare sarkar
দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2023(duare sarkar laxmi bhandar) : কোনো আবেদন ফেরত নয় 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে(wb.gov.in duare sarkar laxmi bhandar) এবার বিশেষগুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রকল্পে কোনো আবেদন বাতিল বা ফেরত করা যাবে না।  দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীর বয়স ২৫ বছর পূর্ণ না হলেও  ফর্ম জমা দিতে পারবেন।পরে ওই আবেদনপত্র বাছাই করে ২৫ বছর পূর্ণ হলে পোর্টালে তাঁদের নাম এন্ট্রি করা হবে। 

Apply Online Under West Bengal Lakshmi Bhandar Scheme

  • পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে অনলাইনে আবেদন করুন
  •  প্রথমত, লক্ষ্মী ভান্ডার স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  •  আপনার আগে হোম পেজ খুলবে।
  •  হোমপেজে, আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে।
  •  এখন আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে।
  •  আপনি নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন।

হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার (laxmi bhandar) প্রকল্পকে এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। তাই কাউকে ফেরানো যাবে না। ক্যাম্পে ফর্ম জমার দিন পর্যন্ত ২৫ বছর বয়স হলেও আবেদন নেওয়া হবে।

 পূর্ণ হতে কিছুদিন বাকি থাকলেও আবেদন বাতিল  হবে না। আবেদনকারীদের সমস্যার কথা শুনে সহানুভূতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। এবার হলদিয়া পুরসভার দুয়ারে সরকার(duare sarkar) ক্যাম্প হবে রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে।  

১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের আবেদন নেওয়া হবে  ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত । 

 ৮ থেকে ১২ নম্বর ওয়ার্ডের আবেদন দুয়ারে সরকার(duare sarkar) ক্যাম্প ২০-২২ ডিসেম্বর পর্যন্ত, ১৩ থেকে ১৯ নম্বর ওয়ার্ড  ২৬ ও ২৭ ডিসেম্বর,  ২৩-২৬ নম্বর ওয়ার্ড   ২৮ ডিসেম্বর এবং  ২০, ২১, ২২, ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডের আবেদন নেওয়া হবে  ২৯ ডিসেম্বর ।এছাড়াও প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে মোবাইল ক্যাম্প চালু থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ