Hot Posts

6/recent/ticker-posts

শিয়ালদহ রেল স্টেশনে সজোরে ধাক্কা দুটি ট্রেনের

 


শিয়ালদহ রেল স্টেশনের কাছে সজোরে ধাক্কা দুটি লোকাল ট্রেনের। ব্যাহত ট্রেন চলাচল , সিয়ালদহ মেন শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল।




আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত।


 জানা গিয়েছে, এদিন শিয়ালদহ মেইন শাখায় ৮ নং প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ছেড়ে আসছিল অন্যদিকে, ৬ নং প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী আরও একটি লোকাল ট্রেন ছেড়ে যায়। কর্শেডের কাছে পাশাপাশি সেই ট্রেন দুটিই সজোরে ধাক্কা দেয় একে অপরকে। দুর্ঘটনার জেরে কামরায় থাকা রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 


এদিকে, দুর্ঘটনার জেরে প্রথম ট্রেনের চালকের কেবিনের অংশ তুবড়ে গেছে। ট্র্যাক থেকে চাকা সরে গেছে। এদিন ঘটনার খবর পেয়েই দ্রুত রেলের ইঞ্জিনিয়র ও পদস্থ কর্তারা চলে আসেন ঘটনাস্থলে। যুদ্ধকালীন তত্‍পরতায় ট্র্যাকে তোলার চেষ্টা হচ্ছে ট্রেনটিকে। মোটের উপর এদিনের এই দুর্ঘটনার জেরে বিরাট বিপদ না ঘটলেও আতঙ্ক প্রবলভাবে ছড়িয়ে যায় যাত্রীদের মধ্যে। এই ঘটনায় পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সিয়ালদোহ স্টেশনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যেই সাভাবিক হবে ট্রেন চলাচল ।


 কার গাফিলতির জন্য এই দুর্ঘঘটনা? নাকি এই কোনো যান্ত্রিক ত্রুটি আছে খতিয়ে দেখা হচ্ছে? দুর্ঘটনার তদন্তে গঠিত হয়েছে কমিটি । একদিনের মধ্যেই সব দিক খতিয়ে দেখে ওই কমিটিকে রিপোর্ট জমা দেবে।


তদন্তে রেলের কোনও কর্মী বা আধিকারিকের গাফিলতির প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ধির গতিতে ট্রেন চলছে সিয়ালদহ শাখায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ